লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ ব্যবসায়ীর উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার কালীবাজারের নিখোঁজ মোবাইল ফোন ব্যবসায়ী রাজীব হোসেনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত রাজীবকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার ভোরে কালীবাজারের পাশের খালপাড় থেকে রাজীব হোসেনকে উদ্ধার করেন পরিবারের লোকজন।
রাজীবের মা পারভীন আক্তার জানান, শুক্রবার বিকেলে মোবাইলে ফোন করে রাজীবকে দোকান থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ থাকে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরে কালীবাজার এলাকার খালপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় রাজীবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁদের খবর দেন। পরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজীবের মা সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা রাজীবকে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে এ বিষয়ে রাজীব ভয়ে মুখ খুলতে রাজি হয়নি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসী বেগম বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।