লক্ষ্মীপুরে স্কুলছাত্র নিহত, পুলিশের সঙ্গে ধাওয়া
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. শাহরিয়ার (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আটযাত্রী আহত হয়।
আজ শনিবার বিকেল ৩টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ও ইট-পাটকেল ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা খণ্ড খণ্ড মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিক্ষুব্ধদের অবরোধ তুলে নিতে বললে জনতার সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য সুজনসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়।
এ নিয়ে ভবানীগঞ্জ-চৌরাস্তা ও আশপাশ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের আবদুল মান্নান ইব্রাহীমের ছেলে। সে স্থানীয় আমরিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কমলনগরমুখী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভবানীগঞ্জ কলেজ এলাকায় দ্রুতগতির যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার সামনে বসা শাহরিয়ারের মৃত্যু হয়। শরীর থেকে তার মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওই দুর্ঘটনায় মারজাহান বেগম, রহিম, হিরন, রওশন, নূর হোসেন, নূর বানু, শাহাদাত ও নূরজাহান আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতাল, নোয়াখালী জেনারেল হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিক্ষুব্ধদের অবরোধ তুলে নিতে বলে। একপর্যায়ে জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য ও ছয়জন এলাকাবাসী সামান্য আহত হয়। পরে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে অবস্থান নেয়।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাউছারুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্য আহত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।