বিদ্রোহী হাওয়ায় লক্ষ্মীপুরে আ. লীগ নেতা বহিষ্কার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন বাঘাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোশাররফ হোসেন বাঘা উপজেলার চরফলকন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোশাররফ হোসেন বাঘাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চরফলকন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।