কমলনগরে ইউপি চেয়ারম্যানের ভাই নিহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ চরকাদিরা এলাকায় আজ শনিবার বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে মারধরের পর আলমাস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি স্থানীয় চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশ্রাফ উদ্দিনের বড় ভাই।
ময়নাতদন্তের জন্য আলমাস উদ্দিনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন জানান, বাড়ির পাশের একটি জমি নিয়ে প্রতিবেশী নূর মোহাম্মদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্ব নিরসনের জন্য তিনি উদ্যোগও নিয়েছেন। শনিবার দুপুরে তাঁর বড় ভাই আলমাস উদ্দিন ওই জমির ব্যাপারে নূর মোহাম্মদের সঙ্গে কথা বলতে যান। ওই সময় আলমাসের সঙ্গে নূর মোহাম্মদ ও তাঁর লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আলমাসকে মারধর করেন। এ অবস্থায় আলমাস বাড়িতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, বিকেল ৪টায় আলমাসকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই সময় তাঁকে মৃত পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, আলমাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।