লক্ষ্মীপুরে অটোরিকশা-লেগুনা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার সংঘর্ষে আহত নূরবানু (৫০) ও তাঁর মেয়ে রৌশন-আরা বেগম (৩০) মারা গেছেন। এর আগে একই ঘটনায় নূরবানুর নাতি শাহরিয়ার (৮) নিহত হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা বিশ্বরোড এলাকায় মা-মেয়ের মৃত্যু হয়।
এদিন রাতেই কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের দুজনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
দুর্ঘটনার দিন বেলা ৩টার দিকে লক্ষ্মীপুর হাসপাতালে নেওয়ার পথে শাহরিয়ার মারা যায়। একই ঘটনায় শিশুটির মা ও নিহত নূরবানুর বড় মেয়ে মারজাহান বেগম (৩৫) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।
নিহত নূরবানু ও রৌশন-আরার বাড়ি কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নে।
পুলিশ, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও লেগুনায় থাকা নারী-শিশুসহ ১১ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে পরে তিনজনের মৃত্যু হয়।