কালিহাতীর ঘটনায় পুলিশের প্রতিবেদনে সন্তুষ্ট হাইকোর্ট
টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন এবং এর প্রতিবাদে জনবিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে পুলিশের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে পুলিশের দুটি তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে দাখিল করা প্রতিবেদনে সন্তুষ্ট হয়েছেন আদালত।
গত বছরের ৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দুটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া হয়। আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শককে (ডিআইজি) ৭ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।
মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন। সে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি করেন আইনজীবী সালমা আলী।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর ওই ঘটনার সব তদন্ত প্রতিবেদন ৬০ দিনের জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি করে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ ফেব্রুয়ারি সোমবার আদালতে ওই তদন্ত কমিটি দুটির প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।