শহীদ মিনারে রফিক আজাদকে শ্রদ্ধা
সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় ঢাকা কবির মরদেহের প্রতি এ সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি পরিবারের সদস্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সদস্যরা।
এরপর দুপুরে কবির মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা।
১২ মার্চ দুপুর ২টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক রফিক আজাদ।