গ্রেপ্তার এড়াতে সালাহ উদ্দিন গভীর আত্মগোপনে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের জন্য সরকার খুঁজছিল। এতদিন তিনি নিজেই আত্মোগোপনে ছিলেন। এখন গ্রেপ্তার এড়াতে তিনি আরো গভীরে আত্মগোপন করেছেন বলে আমাদের বিশ্বাস।’
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাশকতা রোধ ও সড়কপথে নিরাপদ যানবাহন চলাচলের লক্ষ্যে এক মতবিনিময় সভায় নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। এতে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পরিবহন মালিক-শ্রমিক, মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী বলেন, ‘যাঁরা তাঁকে এতদিন ধরে আত্মগোপনে রেখে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা খবর প্রকাশ করছিলেন তাঁদেরকেই বলব সালাহ উদ্দিনকে বের করুন আপনারাই। আমাদের বিশ্বাস আপনারাই তাঁকে লুকিয়ে রেখে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।’
‘জনগণের শক্তিকে সন্ত্রাসীরা ভয় পায়। সে কারণেই ২০ দল রাস্তায় না নেমে ও গণ-আন্দোলন না করে দেশব্যাপী সন্ত্রাস করছে। তাঁরা সন্ত্রাস আর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেই হত্যা ও সন্ত্রাসের মধ্য দিয়েই তাঁরা টিকে থাকতে চায়। আর আওয়ামী লীগ জনগণের সংগঠন, আমরা স্বাধীনতার সপক্ষের ১৪ দলসহ সবাইকে সঙ্গে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে দুর্নীতিবাজদেরও বিচার করব।’ যোগ করেন শাজাহান খান।
মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া আগুন-সন্ত্রাস করছেন। যাঁরা হাতেনাতে ধরা পড়েছেন, তাঁরা বিএনপি-জামায়াতের কর্মী। সবাই একমত হলে আগুন-সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে রেহাই দেওয়ার প্রশ্নই ওঠে না। জাতিসংঘ বা দেশের ভেতর থেকে যাঁরা সংলাপের কথা বলছেন, এই আগুন-সন্ত্রাসের সাথে কীভাবে আলোচনা হবে, তা তাঁরা আরেকবার ভেবে দেখুক।’
‘একাত্তরের যুদ্ধাপরাধীদের যেভাবে সাজা হচ্ছে, একইভাবে আগুন-সন্ত্রাসীদেরও বিচার হবে, সে ক্ষেত্রে খালেদা জিয়াকেও একচুল ছাড় দেওয়া হবে না। আগুন-সন্ত্রাসীদের নিয়ে যাঁরা নির্বাচনের কথা বলছেন, কার্যত তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন তাঁরা।’ যোগ করেন ইনু।