বরগুনায় এমপি রিমনের বিরুদ্ধে মামলা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের নির্দেশে বরগুনার-২ আসনের সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, গত ১৪ মার্চ নির্দেশনা পেয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে ওইদিনই সাধারণ ডায়েরি (জিডি নং ৪৫২)।
খোঁজ নিয়ে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কুদ্দুছ মঙ্গলবার গত ১৫ মার্চ মামলাটি তদন্তের আদেশ চেয়ে বেতাগী বিচারিক হাকিম আদালতে আবেদন করেন। আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন আবেদন গ্রহণ করে তদন্তের আদেশ দেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ৫ মার্চ বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের কিসমত ভোলানাথপুর ও কেওড়াবুনিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সাংসদ শওকত হাচানুর রহমান রিমন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ২০১৬ এর বিধি ২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে ১৩ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. সামসুল আলম বিধিমালার ৩১ বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেন।
এর আগে সাংসদ হাচানুর রহমান রিমন গত পৌর নির্বাচনে বেতাগীতে হেলিকপ্টারযোগে দলীয় প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নিয়ে এসেছিলেন। ওই সময়ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন তাকে কারণ দর্শানো নোটিশ দেয়।