রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতির মৃত্যু
রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানি-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কাউখালী উপজেলার পাইনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রহিমা বেগম (৪০) ও তাঁর নাতি ইমন (৫)।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলু কান্তি বড়ুয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে নানি ও নাতি তাদের নিজেদের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ১১ হাজার কেভি সঞ্চালক লাইনের দুটি বিদ্যুতের তার ছিঁড়ে দোকানে বসে থাকা নানি-নাতির ওপর পড়ে। এতে তাদের পুরো শরীর পুড়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতদের লাশ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।