লক্ষ্মীপুরে স্কুলশিক্ষক অভি হত্যার বিচার দাবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলশিক্ষক ওয়াহিদুর রহমান অভির (৩০) হত্যাকারীদের বিচার দাবি করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক মানববন্ধনে তারা এই দাবি জানায়।
স্থানীয় পৌরসভার সামনের ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়। এ সময় স্কুলশিক্ষক অভির হত্যাকারী হিসেবে চিহ্নিত তবারক হোসেনকে গ্রেপ্তার এবং গ্রেপ্তার হওয়া শহিদুল্লাহ ও লাকি আক্তার রুমাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গত ১৯ ফেব্রুয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ওয়াহিদুর রহমান অভিকে ঢাকার মুগদা এলাকা থেকে অপহরণ করা হয়। ওই দিনই তাঁকে হত্যার পর কুমিল্লার চান্দিনার কাঠেরপুল এলাকায় লাশ ফেলে চলে যায় অপহরণকারীরা। পরের দিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামে দাফন করা হয়। এর ছয়দিন পর ২৫ ফেব্রুয়ারি অভির প্রথম স্ত্রী সোনিয়া বেগম ও ভাই আনোয়ার হোসেন চান্দিনা থানায় গিয়ে ছবি এবং হাতের রুপার আংটি (রিং) দেখে তাঁর পরিচয় শনাক্ত করে। পরে এ ঘটনায় চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার রেন্ট-এ কার ব্যবসার পার্টনার তবারক হোসেনের স্ত্রী লাকি আক্তার রুমা, গাড়িচালক মুকবুল হোসেন ও শ্যামলকে গ্রেপ্তার করে। হত্যার পরিকল্পনাকারী তবারক হোসেন এ ঘটনার পর দুবাইতে পালিয়ে যায় বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।