লক্ষ্মীপুরে গাছের সাথে বেঁধে রাখা লাশ উদ্ধার
নোয়াখালীর গোলাম মাওলার (৩২) লাশ লক্ষ্মীপুরে গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুর গ্রামের কাজী বাড়ির সুপারি বাগান থেকে গোলাম মাওলার লাশ উদ্ধার করে পুলিশ। নোয়াখালীর চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে গোলাম মাওলা চা দোকানি ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে কাজীবাড়ির বাগানের সুপারি গাছের সাথে বাঁধা অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তারা এসে লাশ উদ্ধার করে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, নিহতের শরীরে কুপিয়ে ও পিটিয়ে জখম করার চিহ্ন রয়েছে। তাঁকে বৃহস্পতিবার রাতের কোনো একসময় হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।