নাশকতার ঘটনা অনেক কম : আইজিপি
দেশে সহিংসতার ঘটনা অনেক কমে গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, ‘যে দুই-চারটা ঘটনা ঘটছে ধীরে ধীরে তাও বন্ধ হয়ে যাবে।’
আজ শুক্রবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় হাইওয়ে পুলিশফাঁড়ি উদ্বোধনের পর আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘আমি তো মনে করি, অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এখন নাশকতার ঘটনা অনেক কম, অনেক কম। গোটা বাংলাদেশে ডেইলি হয়তো দুইটা-চারটা হয়, এগুলোও হয়তো থাকবে না। কারণ যারা এই নাশকতা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের পেছনে তো জনগণ নাই, তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ সাপোর্ট করে না। জনসমর্থন ছাড়া কোনো কর্মকাণ্ড চলতে পারে না। আমরা আশাবাদী এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু জনগণকে এগিয়ে আসতে হবে।’
পুলিশের সাথে একাত্ম হয়ে নাশকতাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘আন্দোলনের নামে নাশকতার কাজ চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, মানুষ হত্যা করা হচ্ছে। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু পরিবহন সেক্টর। আমি জনগণের কাছে আহ্বান জানাব, জনগণ পুলিশের সাথে একাত্ম হয়ে এই সন্ত্রাসী, নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’
পরে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইজিপি।