বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ
পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বলেছেন,‘অতীতে বাংলাদেশ ছিল হতাশার দেশ,এখন স্বয়ং সম্পূর্ণ। দেশ এখন উন্নয়নের ম্যাজিকে রূপান্তরিত হয়েছে। এক ম্যাজিক শেখ হাসিনা অন্য ম্যাজিক জনগণ।
আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আগুন নেভানোর কাজে নয়, দেশের মানুষের কল্যাণে ব্যস্ত থাকতে হবে।
লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
প্রসঙ্গত, ৮৯ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে দুই কিলোমিটার নদী ভাঙন এলাকা বাঁধ নির্মাণকাজ নৌবাহিনীর তত্ত্বাবধানে চলছে।