আশুলিয়ায় তুলার গুদামে আগুন
ঢাকার আশুলিয়ার শিমুলতলী এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আজ শনিবার ভোররাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শুক্রবার রাতে গুদামের কোনো একটি অংশ থেকে আগুনের সূত্রপাত। পরে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি এবং সাভার ও ধামরাইয়ের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত আড়াইটার দিকে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দুই ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে আগুন ধরার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।