মুক্তাগাছায় সিএনজিকে ট্রাকের ধাক্কা, নিহত ৬
ময়মনসিংহের মুক্তাগাছায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলা শহরের ভাবকির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রামপুর গ্রামের প্রয়াত কদর আলীর ছেলে আলাল (৬০), প্রয়াত শাহেদ আলীর ছেলে সমীর তালুকদার (৩৫) ও মণ্ডলসেন গ্রামের নুর মোহাম্মদের ছেলে আকবর আলী (৩২), শফিকুল ইসলাম, জালাল ও আকবর।
আহত ব্যক্তিরা হলেন মুক্তগাছা উপজেলার মণ্ডলসেন গ্রামের রফিকুল ইসলাম ও লেংরাবাজারের মিজানুর রহমান।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর ৬টার দিকে মুক্তাগাছার লেংরাবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ শহরে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ভাবকির মোড়ে বালুভর্তি জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
এতে অটোরিকশার দুই যাত্রী আলাল ও সমীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর ছয়জন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এঁদের মধ্যে আকবর আলী মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। অপর পাঁচজনের মধ্যে জালাল ও সেলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আর শফিকুল ইমলাম হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।