কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এ কে এম মাহবুবুর রহমান নামের এক কলেজশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে লক্ষ্মীপুর সদর থানায় এ মামলা করে।
মামলার আসামি এ কে এম মাহবুবুর রহমান লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার আহ্বায়ক।
সদর থানার পুলিশ জানায়, গত ১৬ মার্চ পৌর আইডিয়াল কলেজের শিক্ষক এ কে এম মাহবুবুর রহমান ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে পরীক্ষার খাতা দেখার কথা বলে তাঁর নিজ বাসায় নিয়ে যান। এ সময় শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ছাত্রী কৌশলে পালিয়ে এসে বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানান। পরে ১৮ মার্চ শুক্রবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করে।
এ বিষয়ে শিক্ষক এ কে এম মাহবুবুর রহমানের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।