বিতর্ক নিয়ে দ্বন্দ্ব, স্কুলে আ. লীগ নেতার তালা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী মডেল স্কুলের প্রধান ফটকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খান ও তাঁর অনুসারীদের দেওয়া তালা ঝুলছে পাঁচদিন ধরে। ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকালে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা পড়েছে বিপাকে। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত স্কুলের ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চরবংশী মডেল স্কুলে সোমবার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীদের স্থান নির্ধারণ নিয়ে মনোমালিন্যে জড়িয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় কিছু লোকজন। এর জের ধরে পরদিন মঙ্গলবার সকালে উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ও তাঁর অনুসারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিদ্যালয়ের পরিচালক আবদুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিদ্যালয়টিতে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪৭০ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছে।
এলাকার মিজানুর রহমান রাজীব বলেন, বিতর্ক প্রতিযোগিতা নিয়ে স্কুলে তালা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেগ পেতে হবে। দ্রুত এ সংকট নিরসনের দাবি জানান তিনি।
শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খান মুঠোফোনে জানান, ঘটনাটি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে ঘটনাটির সমাধান করা হবে।
এ ব্যাপারে চরবংশী মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, মঙ্গলবার থেকে স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।