পলাশে নির্বাচনী সহিংসতায় ২৫ বাড়িতে ভাঙচুর, লুটপাট
নরসিংদী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে ইউনিয়নের হাসানহাটা গ্রামে এ সহিংসতার সময় অন্তত ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আহত হয় নারীসহ ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার রাতে ডাঙ্গা ইউনিয়নের সাধারণ সদস্য পদপ্রার্থী আবুল বাসার খান হাসানহাটা গ্রামে উঠান বৈঠক করছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল উদ্দিনের ছেলে ওয়াসিম ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল বৈঠকে হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে জামাল উদ্দিনের লোকজন সরে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুনরায় আওয়ামী লীগ নেতা দেলুর নেতৃতে হাসনাহাটা গ্রামে এবারও হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়া হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এ সময় বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নির্বাচনের কারণে এ সহিংতার ঘটনা ঘটেনি। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পূর্বশক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।