নতুন দুটি টিকার উদ্বোধন
শিশুকে পোলিও ও নিউমোনিয়া থেকে সুরক্ষা দিতে ওপিভি ও পিসিভি নামের নতুন দুটি টিকা আনা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে টিকা দুটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
টিকা উদ্বোধনের এ দিনকে ঐতিহাসিক দিন হিসেবে অভিহিত করে অভিভাবকদের যথাসময়ে শিশুদের এ টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
আজ থেকে সব স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে এ টিকা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। ৬, ১০ ও ১৮ সপ্তাহে তিন ডোজে শিশুকে এ টিকা দিতে হবে।
ঢাকা সিটি করপোরেশনসহ (ডিসিসি) তিন সিটিকরপোরেশন নির্বাচনের মাধ্যমে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সাল পর্যন্ত এ নির্বাচনী আমেজ চলবে। সে সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপিকে সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রী। সেই সঙ্গে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি।