লক্ষ্মীপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারে যাত্রীবাহী বাসের চাপায় রাধা রানী দেবনাথ (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাতিকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন রাধা রানী দেবনাথ। পথে রাস্তা পারাপারের সময় জোনাকী পরিবহনের একটি দ্রুতগামী বাস রাধা রানী দেবনাথকে চাপা দেয়। পরে এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাধা রানী সদর উপজেলার চরচামিতা গ্রামের রঙ্গলাল দেবনাথের স্ত্রী। দুর্ঘটনার পর বেশ কিছু সময় সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।