কমলনগরে ১৩০০ ব্যালট পেপার ছিনতাই
লক্ষ্মীপুরের কমলনগরে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে পাটারিরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪ নম্বর ওয়ার্ড) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোট চলাকালে দুর্বৃত্তরা এক হাজার ৩০০ ব্যালট পেপার ছিনতাই করার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা এসে ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়।
দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এইচ এম এহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।