লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে শাহাজান মিয়া বেপারী ওরফে খোকন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে। তাঁর স্ত্রী আমেনা খাতুন চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর বগুলা গ্রামের উম্মে কুলছুমের মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের শাহাজান মিয়া যৌতুকের দাবিতে ২০১২ সালের ২৫ ডিসেম্বর তাঁর স্ত্রী আমেনা খাতুন ডলিকে বসত ঘরে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।