লক্ষ্মীপুরে ৮ চেয়ারম্যান পদপ্রার্থীর ভোট বর্জন
লক্ষ্মীপুরের রামগতি ও কমলগর উপজেলায় বিএনপি সমর্থিত ৫ জনসহ আট চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাঁদের নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, এজেন্ট-কর্মী সমর্থকদের মারধর করে বের করে দেওয়া ও গণহারে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিবাদে ওই আটজন ভোট বর্জন করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়।
ভোট বর্জনকারী আট চেয়ারম্যান প্রার্থী হলেন—কমলনগরের হাজিরহাট ইউনিয়নের বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন মিয়া, বিকল্প ধারার প্রার্থী মমিন উল্যাহ ইরাকি, পাটোয়ারীর হাট ইউনিয়নের বিএনপির প্রার্থী জামাল উদ্দিন তালুকদার, চরফলকন ইউনিয়ন বিএনপির প্রার্থী আবদুল ওদুদ হাওলাদার, তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রার্থী মোসলেহ উদ্দিন, রামগতির চরবাদাম ইউনিয়নের বিএনপির প্রার্থী এহতেশামুল হক, চরপোঁড়াগাছা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল পাশা।