বরগুনায় ইউপি নির্বাচনে হামলা, সংঘর্ষ
হামলা-পাল্টা হামলা, সংঘর্ষ, ভাঙচুর, এজেন্ট নামিয়ে দেওয়া, আর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বরগুনার ৩৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক থাকলেও অধিকাংশ ভোটারের অভিযোগ ভোট কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগদলীয় প্রার্থীর এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হয়েছে তাঁদের। এসব অভিযোগে ৩৪টি ইউনিয়নে ১৩ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রামে ভোট গ্রহণের সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছে চারজন। এ সময় ভোটকেন্দ্রে ঢুকে ভাঙচুর চালায় আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া সদর উপজেলার এম বালিয়াতলী, ফুলঝুড়ি, বেতাগী উপজেলার হোসনাবাদ, পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর, পাথরঘাটার কালমেঘা, বামনা উপজেলার বামনা সদর ও রামনা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিচ্ছিন্ন সহিংসতায় এ পর্যন্ত আহত হয়েছে অন্তত ৫০ জন।