লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের সময় লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়নের সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
আহত ছাত্রলীগ নেতা মো. রায়হান কমলনগর উপজেলার পাটারিহাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোট ডাকাতি করার অভিযোগে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন কমলনগরের হাজিরহাট ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মিয়া, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান, ফলকন ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল ওদুদ হাওলাদার, তোবারগঞ্জ ইউনিয়নে মোসলেহ উদ্দিন ও পাটারিরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাকছুদের রহমান।
পাটারিরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের (৪ নম্বর ওয়ার্ড) এক হাজার ৩০০ ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে ওই ভোটকেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
এদিকে দুপুরে একই অভিযোগে ভোট বর্জন করেছেন রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাওলানা এহতেশামুল হক ও চরপোড়াগাছা ইউনিয়নের জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা।