লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১৫ দোকান, একজন আহত
লক্ষ্মীপুর শহরের চকবাজারে ভয়াবহ আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুন নেভাতে গিয়ে আরমান নামের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের চকবাজার ও পুরাতন আদালত সড়কের একটি মোবাইলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে।
পরে বাজারের নৈশপ্রহরী স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের সহযোগিতায় মাইকে আগুন লাগার ঘোষণা দিলে লোকজন ছুটে যায়। তবে তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) ফরিদ আহমেদ চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।