ঘরে আগুন, ঘুমন্ত বৃদ্ধের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় আগুনে পুড়ে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। তাঁর নাম আবদুল বেপারী। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, বাড়ির অন্য সদস্যরা অন্যত্র বেড়াতে যাওয়ায় আব্দুল বেপারী একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ওই বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির দুটি ঘর পুড়ে যায়। সেই সাথে ঘুমিয়ে থাকা আবদুল বেপারীও দগ্ধ হয়ে মারা যান।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।