নাগরপুরে বিএনপি-আ.লীগের চারটি করে জয়
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। একই সংখ্যক ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। আর বাকি তিনটিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী।
নাগরপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হলেন নাগরপুর সদর ইউনিয়নের মো. কুদরত আলী, ধুবরিয়া ইউনিয়নে মিতয়ার রহমান, বেকরা আটগ্রাম ইউনিয়নে মো. শওকত হোসেন ও সলিমাবাদ ইউনিয়নে দাউদুল ইসলাম দাউদ।
উপজেলার অপর চার ইউনিয়ন পরিষদে নির্বাচিত বিএনপি প্রার্থীরা হলেন ভদ্রা ইউনিয়নে মো. হাবিবুর রহমান খান, মোকরা ইউনিয়নে মো. আতাউর রহমান খান, দুপ্তিয়র ইউনিয়নের এম ফিরোজ সিদ্দিকী ও পাকুটিয়া ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান।
উপজেলার অপর তিনটি ইউনিয়নের মধ্যে সহবতপুরে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী মো. তোফায়েল মোল্লা। আর বাকি দুই ইউনিয়নে নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহীরা হলেন গয়হাটা ইউনিয়নের মোস্তাফিজুর রহমান আসগর ও মামুদনগর ইউনিয়নের মো. শহিদুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনের কারণে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন একদিন পিছিয়ে দেওয়া হয়। যে কারণে সারা দেশে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হলেও নাগরপুরের ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার।