টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে নিহত ১
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা বাজারে অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ সময় চারটি দোকান পুড়ে গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে বড় চওনা বাজারে একটি মনিহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা চারজন কর্মচারী দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে একজন অক্ষত এবং দুজন আহত অবস্থায় থেকে বের হতে পারলেও বড় চওনা গ্রামের আবদুল হামিদ (২৩) আগুনে পুড়ে মারা যান।
বজলুর রশিদ আরো জানান, এ ঘটনায় চারটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।