ধলেশ্বরীতে ট্রলারডুবি, নিহত ১
মুন্সীগঞ্জ শহরের পাশে ধলেশ্বরী নদীতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নৌ পুলিশ জানিয়েছে, নিহত মো. সেলিম মিয়া (২৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোমপুর গ্রামের দারদ আলীর ছেলে।
মুক্তারপুর নৌ পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এনটিভি অনলাইনকে জানান, মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে একটি ট্রলারে সিমেন্ট বোঝাই করা হচ্ছিল। প্রায় এক হাজার বস্তা সিমেন্ট বোঝাই করার পর ট্রলারটি হঠাৎ একদিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও এক শ্রমিক নিখোঁজ হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর লাশ ভেসে ওঠে।