চুয়াডাঙ্গায় গণধর্ষণ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গণধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন দুলুকে (৩০) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রাম থেকে দুলুকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দেশে তৈরি একটি শাটারগান ও একটি তাজা গুলি উদ্ধার করে। দুলুর বাড়ি কালিয়াবকরী গ্রামে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, গত ২৬ ডিসেম্বর রাতে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত কালিয়াবকরী গ্রামের এক গৃহবধূকে (৪০) বাড়ি থেকে তুলে নিয়ে পাশের মাঠে যায়। এরপর সেখানে হাত-পা ও মুখ বেঁধে গণধর্ষণ করে। ওই ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া দুলু ওই মামলার আসামি।