লক্ষ্মীপুরে জাতীয় পার্টির নেতার দাফন সম্পন্ন
লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. মনিরুজ্জামান চৌধুরীর জানাজা শেষে আজ শনিবার সকালে পৌর এলাকার লামচরী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল ১০টায় লক্ষ্মীপুর সোনা মিয়া ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মনিরুজ্জামান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ নোমান, মরহুমের বড় ভাই লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম আর মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মো. মনিরুজ্জামান চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।