সিলেটে পিএইচপি কুরআনের আলো প্রতিভা অন্বেষণ
পিএইচপি কুরআনের আলো প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সিলেট বিভাগে ১০ জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ও স্পন্সর হিসেবে রয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি।
আজ শনিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে ইমাম সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুরআনের আলো ফাউন্ডেশনের সভাপতি কারি আবু ইউসুফ।
সিলেট বিভাগীয় পিএইচপি কুরআনোর আলোর সমন্বয়কারী হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কারি জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম সিরাজুল ইসলাম ও হাজী আতাউর রহমান।
সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৮০ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়।
সভা শেষে ইয়েস কার্ডপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। সভায় বক্তারা বলেন, কুরআন তিলওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে। যারা দেশের জন্য গৌরব আর সম্মান বয়ে আনছে, তাদের যথাযথ মর্যাদা প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।