আ.লীগের চেয়ারম্যান প্রার্থী সরকারি চাকুরে!
লক্ষ্মীপুরের রায়পুরে সদ্য এলপিআর/পিআরএলে যাওয়া এক সরকারি কর্মকর্তা তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে মো. আবুল হোসেন হাওলাদার রোববার দুপুরে মনোনয়ন দাখিল করেন। তিনি রায়পুর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন।
নির্বাচন কমিশনের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ আইনের ২৬ ধারার (ঙ)-তে প্রার্থীর অযোগ্যতা হিসেবে উল্লেখ রয়েছে, ‘তিনি প্রজাতন্ত্রের বা পরিষদের অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, আবুল হোসেন হাওলাদার রায়পুর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ডিসেম্বরে তিনি অবসরে যান। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (স্মারক নম্বর-৩৬, তারিখ ১২-০১-২০১৬ ইং) থেকে গত ৩১ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ১২ মাসের জন্য তাঁকে পিআরএলে ছুটি মঞ্জুর করা হয়। আবুল হোসেন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেও ব্যাংক থেকে সরকারি প্রদেয় বেতন-ভাতাদি উত্তোলন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর চরবংশী ইউনিয়নের এক জনপ্রতিনিধি জানান, তথ্য গোপন করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচন কমিশনের ইউপি নির্বাচনের বিধিমালা অনুযায়ী তিনি প্রার্থী হওয়ার অযোগ্য। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হবে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে সদ্য অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।