সিরিজ বোমা হামলায় নাটোরে ৫ জনের যাবজ্জীবন
নাটোরে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় অভিযুক্ত জেএমবির সাত সদস্যের মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুজনকে খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—আবদুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান ও আবদুল মতিন। খালাস দেওয়া হয় শহীদুল্লাহ ওরফে ফারুক ও শফিউল্লাহ ওরফে তারিককে।
সরকারপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম জানান, কড়া নিরাপত্তায় আজ সকালে অভিযুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে নাটোর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হরতালের কারণে অপর আসামি শফিউল্লাহ ওরফে তারিককে কাশিমপুর কারাগার থেকে আনা সম্ভব হয়নি। যে কারণে তাঁর অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়।
তবে এ মামলায় দুজন খালাস পাওয়ায় আপিল করবেন বলে জানান সরকার সিরাজুল ইসলাম।
২০০৫ সালের ১৭ আগস্ট নাটোর আদালত চত্বরসহ শহরের আটটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি।