১৯ বোতল মদ, ৬৬ লিটার অ্যালকোহল জব্দ, আটক ২
নোয়াখালীর চাটখিলে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ ও অ্যালকোহল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ২টার দিকে মেজর মো. খুরশীদ আলমের নেতৃত্বে র্যাব ১১-এর সিপিসি-৩ লক্ষ্মীপুরের একটি দল এ অভিযান চালায়।
খুরশীদ আলম জানান, চাটখিলের শাহাপুর এলাকায় আবু বকর ছিদ্দিকের (৪৫) রান্নাঘর ও ফারুক হোসেনের (৩৬) পুকুরে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদ ও ৬৬ লিটার অ্যালকোহল পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তাঁদের দুজনকে আটক করা হয়েছে।