লক্ষ্মীপুরে ২ বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
লক্ষ্মীপুরে দুটি বাস ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী এলাকায় আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় স্থানান্তরিত করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। অপর আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ওই লক্ষ্মীপুর-ঢাকা পথে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টার পর রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয় পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাফর আহমদ, নাছির, মো. জাফর আরাফাত, জাহাঙ্গীর, আবদুল মতিন ও সোহানা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সার্জেন্ট মো. শিবলু জানান, চৌমুহনী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন (নোয়াখালী -জ ০৫-০০২১) ও রায়পুর থেকে ছেড়ে আসা যমুনা পরিবহন (চট্ট মেট্রো-ব -১১-০৬৪০) ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে একটির ভেতরে অন্যটি ঢুকে পড়ে। এদিকে একই সময়ে আনন্দ পরিবহনের পেছনের দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে দুটি বাস ও অটোরিকশার অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।