বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরী, রুহুল আমিন, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশে রাষ্ট্র ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ ইতিহাসবিরোধী চক্রান্তের কারণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যপুস্তকে স্থান পায়নি।
বক্তারা বলেন, তাঁরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানাচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা ও তাঁর আদর্শ জেনে অনুপ্রাণিত হবে।