মশার কয়েলের আগুনে ৬০ ঘর ছাই, নিহত ১
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির প্রায় ৬০টি ঘর। এ সময় দগ্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর মিয়াখান নগরের দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান লামাবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রেজায়ে রাব্বী।
ফায়ার সার্ভিস জানায়, মুহূর্তের মধ্যে আগুন আলমগীর কলোনি ও সেলিম কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকায় নূর মোহাম্মদ (৫৫) দগ্ধ হয়ে মারা যান। তাঁর বাড়ি ঢাকার বেড়িবাঁধ এলাকায় হলেও এখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। আজ সোমবার ভোরে অগ্নিদগ্ধ নূর মোহাম্মদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান রেজায়ে রাব্বী। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে দুই কলোনির প্রায় ৬০টি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস দুই কলোনির প্রায় আট লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।
আগুনে নিম্ন আয়ের লোকজন সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বলে জানান স্থানীয় বাসিন্দা এনামুল হক।