শেরপুরে ইউএনওর ওপর হামলা
ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সসহ প্রিজাইডিং অফিসারকে আটকে রাখার খবরে তাদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। এ সময় তিনিসহ তাঁর গাড়ির ড্রাইভার ও গাড়িতে থাকা আরেকজন আহত হন।
শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ জানান, শ্রীবরদীর কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালট ভর্তি ভোটের বাক্সসহ নির্বাচনী কর্মকর্তাদের আটকে রাখে স্থানীয় এক ইউপি সদস্যের সমর্থকরা। খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, গাড়ির চালক ও সাথে থাকা আরেকজন আহত হন। তবে কোন ইউপি সদস্যের সমর্থকরা প্রিসাইডিং অফিসারকে আটকে রেখেছিলেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি পুলিশ সুপার।
এদিকে শ্রীবরদী সদর ইউনিয়নে মামদামারীর একটি কেন্দ্রে বিজয়ী এক ইউপি সদস্যকে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ব্যাপারটি তারা দেখছেন। এ ছাড়া এ বিষয়ে আর কিছু বলেননি তিনি।
এ ছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসারদের ভোট বাক্স সহ উপজেলা সদরে আসতে বাধা দিচ্ছে সরকারদলীয়রা এমন অভিযোগের সেসব কেন্দ্রে র্যাব, বিজিবির সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্সসহ অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।