লক্ষ্মীছড়িতে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ আটক ৩
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মেজরপাড়া এলাকা থেকে শুক্রবার রাতে দেশে তৈরি একটি এলজি ও চারটি কার্তুজসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক তিনজন হলেন, জেলার মাটিরাঙা উপজেলার মাস্টারপাড়া এলাকার আশুতোষ ত্রিপুরা (২৮), বান্দরছড়া এলাকার মঙ্গল ত্রিপুরা (৪৭) এবং সাপমারা এলাকার সুমন ত্রিপুরা (২২)।
শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে অস্ত্রসহ এই তিনজনকে আটক করে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. আহাদুজ্জামান বলেন, আটক তিনজন অস্ত্রসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে মাটিরাঙা থেকে লক্ষ্মীছড়ির দিকে যাচ্ছিল। এসময় মেজরপাড়া এলাকায় সিএনজি থামিয়ে তল্লাশি করে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
এই ঘটনায় লক্ষ্মীছড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।