শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল একজনের
শেরপুরে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে জেলার ঝিনাইগাতী উপজেলার হালচাটি নওকুচি এলাকায় এ ঘটনা ঘটে।
নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুল কাদির ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন জানান, গতকাল রাতে সীমান্তের ওপাড়ে ভারতীয় এলাকা থেকে অর্ধশতাধিক হাতির পাল হালচাটি এলাকায় যায়। পরে আজ ভোরে নকশী সীমান্তের নওকুচি গ্রামের ১১০৪ নম্বর সীমান্ত পিলারের কাছে হাতির পায়ের নিচে পড়ে ওই ব্যক্তি নিহত হন।
এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি মূলত মানসিক ভারসাম্যহীন ছিলেন, পাহাড়ি এলাকায়, বনে বাদাড়ে ঘুরে বেড়াতেন। কোথা থেকে এসেছেন তা জানা যায়নি।
ওসি আরো জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।