ধলেশ্বরী থেকে ৬০০ কেজি জাটকা জব্দ
ধলেশ্বরী নদী থেকে ৬০০ কেজি জাটকা ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে নদীর মুন্সীগঞ্জ অংশে অভিযান চালিয়ে এসব জব্দ করেন পাগলা কোস্টগার্ডের সদস্যরা।
পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার লুৎফর রহমান জানান, আজ সকাল ৮টার দিকে ধলেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। এ সময় ঘাটে বাঁধা অবস্থায় নারায়ণগঞ্জগামী ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী ট্রলার থেকে এসব জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ট্রলারে ১৫ যাত্রী থাকলেও মাছ ও জালের মালিকানা কেউ দাবি করেননি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের চালক পালিয়ে যান।
পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানায় দান করে দেওয়া হয় এবং নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।