ছেলের সামনে মাকে বেঁধে নির্যাতন, আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছেলের সামনে মাকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতন মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে নূরা পাগলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১২টায় রামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিকেল ৩টায় নিজ কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে নূর হোসেনকে গ্রেপ্তারের বিস্তারিত ও মামলার অগ্রগতি সম্পর্কে জানান পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার আ হ ম মাহাতাব উদ্দিন বলেন, লক্ষ্মীপুরের যেকোনো অপরাধ দমনে পুলিশ সব সময় আন্তরিক থাকবে। লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
গত ২২ মার্চ দুপুরে রাস্তার মাটিকাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই নারীর বিরুদ্ধে একই গ্রামের সাইন্নার বাড়ির হাসিনার স্বামী মনিরের সঙ্গে পরকীয়ার অভিযোগ আনা হয়। এ সময় হাসিনা ও তাঁর বাবা নূর হোসেন, ভাই ফারুক হোসেন, আবদুল আজিজসহ চার-পাঁচজন মিলে তাঁকে টেনেহিঁচড়ে বাড়ির ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। সেই সঙ্গে মাথার চুল কেটে কালি মেখে দেওয়া হয়। পরে এ ঘটনার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।