সাঁতরে মেঘনা পাড়ি দিতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
সাঁতরে চাঁদপুরে মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে সালাউদ্দিন (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিন জেলার মতলব উত্তর উপজেলার বরকিনাচক গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। সে নিশ্চিন্তপুর কলেজে পড়ত। আগামী কাল রোববার থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সালাউদ্দিন ও তার চার বন্ধু আজ সাঁতরে মেঘনা নদী পাড়ি দেওয়ার পরিকল্পনা করে। সেই মতে, আজ হাপানিয়া গ্রাম থেকে সাঁতার শুরু করে। এর মধ্যে তিনজন সাঁতরে নদীর ওপারে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাশারচরে পৌঁছাতে সক্ষম হয়। বেলা সাড়ে ১২টার দিকে কিছুদূর গিয়ে সালাউদ্দিন ও আরেকজন হাপানিয়ায় মেঘনার তীরে ফেরার চেষ্টা করে। এর মধ্যে বন্ধুটি নদীর তীরে ফিরতে পারলেও সালাউদ্দিন পারেনি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সালাউদ্দিনের খোঁজ না পাওয়ায় বন্ধুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
এদিকে সালাউদ্দিনের খোঁজে আজ বিকেল থেকে বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া গ্রামে মেঘনা নদীর তীরে ভিড় জমায় পরিবার ও এলাকার লোকজন। খবর পেয়ে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নান্নু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরিরা নদীতে সালাউদ্দিনের খোঁজে নামেন। রাত পৌনে ৯টার দিকে নদী থেকে সালাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা। এ সময় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য ও বন্ধুরা।