‘তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে’
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহম্মেদ চৌধুরী কিরণ বলেছেন, ১৬ কোটি মানুষের স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই তরুণদের দেশ গড়ার সংগ্রাম করতে হবে। তিনি আরো বলেন, ‘মনে রাখতে হবে, তরুণরা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে।’
গতকাল শনিবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে হাসান আহম্মেদ চৌধুরী এ কথা বলেন। ‘দরিদ্রতাই শিক্ষার প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর ক্লাব।
অনুষ্ঠানে হাসান আহম্মেদ চৌধুরী বলেন, ‘শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে ক্ষেত্রে দেশে একটি গণতান্ত্রিক সরকারের পাশাপাশি সুশাসন অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, শাসকগোষ্ঠী শুধু ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে লিপ্ত। অন্যদিকে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে ব্যস্ত। তাই শুধু ক্ষমতার চিন্তা না করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ তরুণদের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী মাহমুদ কামাল, রায়পুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রায়পুর মার্চেন্ট একাডেমি, রানার্সআপ রায়পুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিজয়ী বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।