নির্দেশ থাকলেও তিন বছরেও নিয়োগ পাননি নয়জন
লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিভিন্ন শাখায় নয়জনকে নিয়োগের জন্য উচ্চ আদালত নির্দেশ দিলেও তা তিন বছরেও বাস্তবায়িত হয়নি। গতকাল শনিবার দুপুরে স্থানীয় এক সংবাদপত্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিয়োগপ্রার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মফিজুল ইসলাম, আবদুল মান্নান ও আনোয়ার হোসেন জানান, ২০১১ সালের ১০ অক্টোবর লক্ষ্মীপুর মুখ্য বিচারিক আদালতে স্টেনোগ্রাফার, স্টোনো টাইপিস্ট, তুলনা সহকারী, বেঞ্চ সহকারী, অফিস সহকারী (কাম-কম্পিউটার) অপারেটর, ড্রাইভার, প্রেস সার্ভার ও এমএলএসএস পদে লোক নিয়োগ করা হয়। ২০১২ সালের ৮ ও ৯ জুন লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় তাঁরা অংশগ্রহণ করে কৃতকার্য হন। একই বছরের ৯ জুন নিয়োগের জন্য চূড়ান্ত করে জেলা ও দায়রা জজের কার্যালয়ের নোটিশ বোর্ডে তাঁদের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের চাকরিতে যোগদান প্রক্রিয়া বন্ধ থাকায় ২০১৩ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রার্থী মো. মাইন উদ্দিন রিট দায়ের করেন। ওই রিটের ওপর আদালত দীর্ঘ শুনানি শেষে একই বছরের ২৫ সেপ্টেম্বর ৬০ দিনের মধ্যে তাঁদের নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তার পরও নিয়োগ বন্ধ আছে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন নিয়োগপ্রার্থী মাইন উদ্দিন, আবদুল মান্নান, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, সুদেব চন্দ্র ভৌমিক ও আশরাফুল ইসলাম।