লালমনিরহাটে কিশোরকে গলাটিপে হত্যা করল খালু!
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল গ্রামে ইব্রাহীম (১৪) নামের এক কিশোরকে তার আপন খালু নান্নু মিয়া গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ইব্রাহীম ওই গ্রামের দেলওয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তাদের পরিবার গ্রামের একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
খালু গলাটিপে ধরায় আহত হয়েছে ইব্রাহীমের আরেক ভাই ও দাদি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই বাড়িতে আসে ইব্রাহীমের খালু নান্নু মিয়া। এর পর বাড়িতে ইব্রাহীমের মা-বাবার অনুপস্থিতিতে এক এক করে ইব্রাহীম তার ১১ বছর বয়সী আরেক ভাই আবু বক্কর এবং তাদের দাদি জোবেদা বেগমকে (৬০) গলাটিপে ধরে। এতে তিনজনই নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নান্নু পালিয়ে যায়। পরে সেখানেই ইব্রাহীমের মৃত্যু হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে বক্কর ও তার দাদি জোবেদা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। তবে জোবেদা বেগম গুরতর আহত হওয়ায় রাতেই তাঁকে সেখান থেকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ রোববার সকালে বক্কর হাসপাতাল ছেড়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে ইব্রাহীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।