চৌকির নিচে অস্ত্র, চার যুবক আটক
লক্ষ্মীপুরে অস্ত্র, গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার ভোরে পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
দুপুরে র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের লে. কমান্ডার মো. গোলজার হোসেনের নেতৃত্বে আজ ভোরে পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ডাক্তারবাড়ির মনির হোসেনের ঘর থেকে চারজনকে আটক করা হয়। তারা হলো—ওই গ্রামের মনির হোসেন, সাইফুল ইসলাম, মনোহরপুর গ্রামের ছেলে ফাহাদ বিন আবদুল আজিজ ও জাহিদ হাছান জনি।
এ সময় ঘরের কাঠের চৌকির নিচ থেকে তিনটি দেশি এলজি ও চার রাউন্ড ১২ বোর শটগানের কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।